শেখ হাসিনার পদত্যাগে চান্দিনায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আনন্দ মিছিল

 

উপজেলা রিপোর্টার,চান্দিনা।।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগে কুমিল্লার চান্দিনায় আনন্দ মিছিল বের করা হয়। রবিবার (১১ আগস্ট) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ প্রতিষ্ঠিত চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা ওই মিছিল বের করে।
কলেজের ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, চান্দিনা থানা ও উপজেলা পরিষদের সামনের সড়কসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দুঃশাসন, দুর্নীতি ও সকল অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে।