আন্দোলনে নিহত মুরাদনগরের ৩জনের পরিবারকে সহায়তা

মহিউদ্দিন আকাশ।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩ জনের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই সহায়তা প্রদান করেন। সহায়তা দেয়া হয় আন্দোলনে নিহত মোচাগড়া গ্রামের মুহর আলী মুন্সীর ছেলে আব্দুল আউয়াল (৫৬), আমিননগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে পারভেজ (২১) ও দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে কাজী নাজমুলের (৩০) পরিবারকে। তিন পরিবারকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা অনুদান দেয়া হয়। তার পক্ষে শনিবার বিকেলে নিহতদের বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করে উপজেলা বিএনপি। এছাড়াও নিহত পরিবারদের প্রতি মাসে নগদ অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দীন ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা, বিএনপি নেতা তুহিন, কাজী আনিস ও মাসুম প্রমুখ ।
দৌলতপুরের নাজমুল কাজীর মা বলেন- আমার ছেলেই ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার ছেলে মারা যাওয়ায় আমরা অসহায় হয়ে গেছি। আমাদেরকে একমাত্র সাবেক এমপি কায়কোবাদ সহযোগিতা করেছেন। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

 

inside post
আরো পড়ুন