স্ত্রীর মরদেহ ঝুলিয়ে পালিয়ে যান স্বামী, ১০ বছর পর ফাঁসি

 

 প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী। এর দায়ে ১০বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার (৩০ জুন) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি. অ্যাডভোকেট মো. নরুল ইসলাম।
মৃত্যু দ-প্রাপ্ত আসামি মো. জামাল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। জামাল পেশায় একজন রিকশাচালক। হত্যাকা-ের শিকার জামাল হোসেনের স্ত্রী মোছা. মলেকা বেগম।
মামলা বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল হোসেন মোছা. মলেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এঘটনায় নিহতের বড়ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম নিহতের স্বামী মো. জামাল হোসেনকে ঘটনার তিনদিন পর আদালতে হাজির করেন। আদালতে তিনি জবানবন্দি প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম ২০১৪ সালের ১৪ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার সময় মো. জামাল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।