হোমনায় ব্যবসায়ী হত্যায় সাতজনের ফাঁসি

 প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার ব্যবসায়ী সাদেক মিয়াকে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেয়া হয়।
রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মোঃ সাদেক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা কেটে ফেলে রাখা হয় ধনিয়া খেতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাতজনের মৃত্যুদ- ও সাতজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩জন আসামি ও বেকসুর খালাস প্রাপ্ত একজন উপস্থিত ছিলেন।