হোমনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার হোমনা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মনির হোসেন (৫৮) হৃদরোগে মৃত্যু হয়েছে। কর্মস্থল হোমনা থানা প্রাঙ্গণে শুক্রবার তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানায় দায়িত্বপালনকালে তিনি অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে তোলার পর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যতে হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, ইন্সপেক্টর (তদন্ত) আজিজুক বারী ইবনে জলিল শোক প্রকাশ করেন।