১৬ বছরে বাঁধন কুভিক ইউনিট
আবদুল্লাহ আল মারুফ।।
বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) ইউনিট এর ১৫বছর পূর্তি উৎযাপন করা হয়েছে। এ বছর বাঁধন কুভিক ইউনিট ১৬ তম বর্ষে পদার্পণ করেছে । উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বাঁধন কুভিক ইউনিটের সভাপতি জুবাইদা ইয়াসমিন মুমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ মজুমদার ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও বাঁধন-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিট এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডঃ আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, বাঁধনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক নিলুফার সুলতানা, গণিক বিভাগের সহযোগী অধ্যাপক মো: মনির হোসেন, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ মোঃ গুলজার হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের উপদেষ্টা, রক্তদাতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
অনুষ্ঠান শেষে কেক কেঁটে ১৫বছর পূর্তি উৎযাপন কার্যক্রম শেষ হয়।