অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবর জেয়ারতের মাধ্যমে প্রচারণায় আবুল কালাম আজাদ
আমোদ রিপোর্টার।।
ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবর জেয়ারতে মাধ্যমে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রচারণা শুরু করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ।
প্রতীক বরাদ্দ পেয়ে শুক্রবার মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, সাবেক এমপি আবদুল আজিজ খান, আ’লীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীনের কবর জেয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণা শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোছলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা কবির ইকবাল খান ছোটন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকুর রহমান ফুল মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুজ্জামান আউয়াল, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সেলিম ভূইয়া প্রমুখ।
জেলা নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তিনজন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক প্রাপ্তরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এএফএম তারেক মুন্সী ও জাতীয় পার্র্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোঃ আব্দুল আওয়াল সরকার।