অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বৈষ্ণবকে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড । শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে ২৪ ফেব্রুয়ারি ঐ শিক্ষককে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন দেয়া হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়,অর্থ আত্মসাত, সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগে দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে সাময়িক বরখাস্ত করেছিলেন বিদ্যালয়ের ব্যব¯’াপনা কমিটির সভাপতি এফ এম মুশফিকুর রহমান। চূড়ান্ত বরখাস্তের জন্য তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। প্রধান শিক্ষক ও বোর্ডে পাল্টা আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবেদন অনুমোদন করেন।

প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব বলেন,আমি এখনও বিদ্যালয়ের ব্যব¯’াপনা কমিটির কোন চিঠি পাইনি। আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। এবিষয়ে আমি আইনি লড়াই চালিয়ে যাবো।

আরো পড়ুন