দেবিদ্বারে নৌকার গণসংযোগে ছাত্রলীগের হামলা

 

inside post

অফিস রিপোর্টার ।।

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা উপ-নির্বাচনে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের পুরাতন বাজারে এই ঘটনা ঘটে। এনিয়ে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছিলো। এসময় দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেলসহ তার লোকজন এক নেতার নির্দেশে নৌকার গণসংযোগে গুলি করে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহতদের মধ্যে দেবিদ্বার পুরাতন বাজার এলাকার মো. আঃ সালামের ছেলে মো.ফয়েজ মালি (২৫), আব্দুল খালেকের পুত্র সাহাব উদ্দিন (২০), কুমিল্লা সদরের ইসহাক মিয়ার পুত্র মো. মোজাম্মেল হক (২৫), মোহাম্মদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম(২০), মো. আনোয়ার হোসেনের ছেলে ইরফাত আহমেদ পিয়াস (২২) ও মো. সাজ্জাদ হোসেন(৩৬) অজ্ঞাত।
আহত ইরফাত আহমেদ পিয়াস জানান, কুমিল্লা মহানগর আ’লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের নেতৃত্বে আমরা নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনায় এসেছিলাম। আমরা নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিল শেষে রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাস্পাসে অবস্থান নেই, এসময় আমারা স্কুল ক্যাম্পাস থেকে বের হয়ে পাশ্ববর্তী থানার পূর্বপাশের বাজারের একটি চা দোকানে বসে চা খাচ্ছিলাম। এসময় কয়েকজন যুবক এসে আমাদের পরিচয় জানতে চাইলে আমরা পরিচয় দেই, তখন তাদের একজন ফোনে কারোর সাথে কথা বলার পরই প্রায় ৫০/৬০ জন রাম দা, ছোরা, রড, লাঠি নিয়ে এসেই বহিরাগত সন্ত্রাসী বলেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার সংবাদ পেয়ে পুরাতন বাজার এলাকায় বিপুল সংখ্যক লোকজন রাম দা, ছোরা, রড, লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়, অপরদিকে অপরপক্ষ রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেয়া নেতা-কর্মীদের উত্তেজিত হতে দেখা যায়। এরই মধ্যে আহত কয়েকজনকে হাসপাতালের দিকে নিতে দেখেছি। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনতে পাই। বিপুল সংখ্যক বিজিপি ও পুলিশ রাস্থায় দেখা যায়। রাত ৮টার দিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক   রোশন আলী মাষ্টারের নেতৃত্বে মিছিল সহকারে আরপি উচ্চ বিদ্যালয়ে আটকে পড়া নেতা কর্মীদের ছাড়িয়ে নিয়ে যান।

দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেলের বক্তব্য নেয়ার জন্য ফোন করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন,দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। সম্ভবত পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরো পড়ুন