অনুমোদন ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করে চলছিল সেমাই তৈরি

প্রতিনিধি।।

কুমিল্লায় অনুমতি ছাড়া লোগো ব্যবহার করার অপরাধে একটি মেসার্স কাশফুল ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সহকারী কমিশনার কানিজ ফাতেমার নেতৃত্বে এক অভিযানে সোমবার (৩ মার্চ) সদর দক্ষিণ উপজেলার বিবির বাজার এলাকায় এ জরিমানা করা হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ বলেন, বিএসটিআই এর সিএম লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই পণ্যের মোড়কে “বিএসটিআই এর স্ট্যান্ডার্ড মার্ক” ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এ অপরাধে মেসার্স কাশফুল ফুড প্রোডাক্টকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর ছিলেন, বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।