`অপ্রকৌশলীদের দিয়ে যেন প্রকৌশল বিষয়ক কার্যক্রম পরিচালিত না হয়’

 

কুমিল্লায় আইইবি‘র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধি।।
প্রকৌশলীদের হাত দিয়েই বিনির্মাণ হবে স্মার্ট বাংলাদেশ। অপ্রকৌশলীদের দিয়ে যেন প্রকৌশল বিষয়ক কার্যক্রম পরিচালিত না হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। প্রকৌশলীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রকৌশলীবান্ধব দেশ গঠন করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সহজ হবে।


রোববার সন্ধায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের(আইইবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এই উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও কেক কাটা হয়।


এতে সভাপতিত্ব করেন আইইবি কুমিল্লা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী আবুল বাশার। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান,কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী,এলজিইডির তত্ত্বাবধ্য়ক প্রকৌশলী মোস্তফা হাসান,নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, আইইবি কুমিল্লা কেন্দ্রের সহ-সভাপতি প্রকৌশলী রহমত উল্লাহ কবীর,সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী, বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক মোস্তফা মাহিন.সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান সাকিব,গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল আলম মজুমদার,বেসরকারি উদ্যোক্তা প্রকৌশলী শাহাবুদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রিমন বড়ুয়া প্রমুখ।


উল্লেখ্য- এদিন দেশে আইইবির ১৮টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র এবং বিশ্বের ১৪টি ওভারসিজ চ্যাপ্টারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।