অভিজিতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা !

 প্রতিবেদক।।

inside post

কুমিল্লার নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ দাশ। গেলো শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞান অবস্থায় দত্ত হোস্টেলের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পথে অভিজিতের মৃত্যু হয়।

প্রথমে খবর চাউর হয় ব্রেইন স্ট্রোকে অভিজিতের মৃত্যু হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় ভিন্ন কথা। অভিজিৎ নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মা কেউ বেঁচে নেই। স্থানীয়রা জানান অভিজিৎ খুব ভালো ছেলে ছিলো। জায়গা সম্পত্তির বিরোধের জেরে সুকৌশলে তাকে মেরে ফেলা হতে পারে। এটা স্বাভাবিক কোন মৃত্যু নয়। পুলিশি তদন্ত হলে অভিজিতের মৃত্যুরে প্রকৃত কারণ জানা যাবে।

কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু নাছের মোহাম্মদ জোবায়ের জানান, শনিবার রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের সময় স্থানীয় কয়েকজন এক ছেলেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই ছেলেটি মারা যায়। তার প্যান্ট ভিজা ছিলো। পরে আমরা ছেলেটির পরিচয় শনাক্ত করি।

রোববার সকালে অভিজিতের মরদেহ সৎকার করার জন্য প্রস্তুতি নেয়া হয়। এ সময় অভিজিতের খালু শংকর মজুমদার কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি অভিজিতের মৃত্যু স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন। শংকর মজুমদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ওসি মইনুল ইসলাম জানান, আমরা যখন অভিযোগ পাই তখন অভিজিতের মৃতদেহ সৎকারের প্রস্তুতি নেয়া হচ্ছিলো।  আমরা মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ময়নাতদন্ত সম্পন্ন হয়। রিপোর্ট পেলে আমরা এই ঘটনার বিস্তারিত জানাতে পারবো। ময়নাতদন্তের পর রোববার সন্ধ্যায় ঠাকুরপাড়া মহাশ্বশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন