অ্যাড. এম এ মতিনের ১৯তম মৃত্যুবার্ষিকী রবিবার

 

৪ জুলাই রবিবার বিশিষ্ট সমবায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট এম এ মতিনের ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি গণফোরামে যোগদান করেন। গণফোরাম কুমিল্লা জেলা কমিটির প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন। তিনি গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন লাকসাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লি. ও বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ইউনিয়নের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তিনি ১৯৮৭ সালে দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রাষ্ট্রপতি পদক লাভ করেন।

১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার মরহুমের কুমিল্লা ইউসুফ স্কুল সড়কস্থ বাসভবনে দিবসব্যাপী কোরআন খানি, বাদ এশা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ সমস্ত কর্মসূচিতে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে জ্যেষ্ঠপুত্র লেখক, সংগঠক আহসানুল কবীর সকল আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

– প্রেস বিজ্ঞপ্তি।