আইডিয়াল কলেজে ইয়ুথ চেঞ্জ সোসাইটির স্পিক টু লিড সেমিনার

ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশের স্পিক টু লিড সেমিনার ও আলোচনা সভা কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়। কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক প্রশাসন মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সৌদি এরাবিয়ান এয়ারলেন্সের ম্যান্টেলেন্সের অ্যাডমিন মো. হাসিবুর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশের উপদেষ্টা জহিরুল ইসলাম, এক্সপার্ট আইটি পার্কের সিউও ফিল্যান্সার ওমর ফারুক।

প্রধান অতিথি মো. রুহুল আমিন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন, লেখাপড়ার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করতে হবে। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা যা করব মনোযোগ দিয়ে করতে হবে ও কোয়ালিটি সময় নিশ্চিত করতে হবে। নিজেকে পরিবর্তন করার জন্য সু—শিক্ষা গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে হবে। ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ তাহসিনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. সাইফুল ইসলাম জিদান। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন স্পিক টু লিডের প্রোগ্রাম চেয়ারম্যান উম্মে হাবিবা মারিয়া, নলেজ হাইডের ফাউন্ডার সাইমুম আহম্মেদ, প্রোগ্রাম সচিব কাজী আসফিন। আলোচনা সভা ও স্পিক টু লিড সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, গান ও সচেতনমূলক নাটক উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী ও কুইজ প্রযোগিতায় বিজয়ীদের মাঝে বই উপহার দেওয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি।