আইনজীবী নেতা তাহেরের বিরুদ্ধে সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের মামলা
প্রতিনিধি:
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে ৪ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মেহনাজ রহমানের আদালতে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাদী হয়ে অর্থ আত্মসাতের ঘটনায় অ্যাডভোকেট আবু তাহেরকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় হিসাবরক্ষক সুমনকেও আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সমিতির লেজার বইয়ে ওভার রাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার তৈরি, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে টানা দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনকে হাতে নিয়ে ৪ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৭২০ টাকা আত্মসাৎ করেন।
এর মধ্যে প্রথম মেয়াদে ২০২২-২৩ অর্থবছরে আত্মসাৎ করেন ৩ কোটির ৩০ লাখ ৩৮ হাজার ১৪৪ টাকা এবং দ্বিতীয় মেয়াদের ২০২৩-২৪ অর্থবছরে আত্মসাৎ করেন ১ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৭৬ টাকা।
আইনজীবী সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগে ২৪ নভেম্বর কার্যকরী কমিটির জরুরি সভায় আবু তাহেরের সমিতির সাধারণ সদস্য পদ স্থগিত করা হয় এবং একই সঙ্গে হিসাবরক্ষক কাজী সুমনকে বহিষ্কার করা হয়।
মামলার বাদী ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, আইনজীবীদের অর্থ আত্মসাতের ঘটনায় সমিতির সাধারণ সভার প্রস্তাবক্রমে কার্যকরী কমিটির সভার সিদ্ধান্তে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহেরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হয় এবং আত্মসাতে জড়িত ছিলেন হিসাবরক্ষক কাজী সুমন। পরবর্তীতে অ্যাডভোকেট আবু তাহেরের আইনজীবী সমিতির সাধারণ সদস্য পদ বাতিল এবং বরখাস্ত করা হয় হিসাবরক্ষক সুমনকে। আইনজীবীদের আত্মসাৎকৃত অর্থ ফেরত না দিয়ে অভিযুক্ত আবু তাহের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন। যার কারণে আত্মসাৎকৃত অর্থ আদায়ের লক্ষ্যে আইনজীবী সমিতি এ মামলা দায়ের করেন।