‘আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে  গুম করার অভিযোগ’

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আতহার আলী নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ফিরিয়ে দেয়ার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠীরা।
তাদের দাবী আতহারকে গুম করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশ সূত্রে জানা যায়, জেলা সদরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার জালালাইন বিভাগের শিক্ষার্থী আতাহার আলীকে গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।সে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের হাবিব মিয়ার পুত্র।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবু হানিফ, হাফেজ সফিউল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আতহারকে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।