‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হব ‘

শহীদ পরিবার সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল

 

inside post

আমোদ রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টি, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, ছাত্র-শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ,পেশাজীবী, ওলামায়ে কেরাম ও নাগরিকদের সম্মানে নগরীর একটি কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। শহীদ মিলনের বাবা স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। মাহফিলে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান।


অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রাশেদুল হাসান, জামায়াতে ইসলাম মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, এবি পার্টি কুমিল্লার আহবায়ক মিয়া মো: তৌফিক, মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ্ মো: সেলিম।

এনসিপি নেতা নাভিদ নওরোজ বলেন, ভালো কিংবা খারাপ আওয়ামী লীগ বলতে কিছু নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সমর্থন চান। তিনি আরও বলেন কুমিল্লায় মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে। এখন সারা দেশের সর্বাত্মক সংস্কার কার্যক্রমে কুমিল্লাকেও সামিল করতে হবে। ১৫ বছরে ধ্বসে পড়া স্থানীয় সরকার কাঠামোকে পুনর্গঠন করতে হবে।

এনসিপি নেত্রী হাফসা জাহান বলেন, আগামী নির্বাচনে নারীদের অধিক অংশগ্রহণসহ সংসদে নারীদের সংখ্যা বাড়াতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবি জুয়েল,সৈয়দ আহসান টিটু, ব্যারিস্টার মাজহারুল ইসলাম,লুৎফুল হাসান রুমি, কাজী মো: জায়েদ, নাইম আলম, ইব্রাহিম খালেদ হাসান, আরিফুল ইসলাম, নাছির উদ্দীন,মো রাসেল ভূইয়া
জিসান,আরিফুল ইসলাম বাশার,জাফরিন হক অন্যনা,ইম্পা,লতা, নজমাসহ বিভিন্ন উপজেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন সদস্যরা।

সবশেষে মাওলানা ইয়াছিননুরী একাত্তরে শহীদ মুক্তিযোদ্ধা এবং চব্বিশের শহীদ বিপ্লবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে ইফতার শুরু হয়।

আরো পড়ুন