আখাউড়ায় ‘পাগলা’ কুকুরের কামড়ে ১২ জন আহত 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘পাগলা’ কুকুরে কামড়িয়ে আহত করেছে ১২ জনকে। এতে শিশু এবং মহিলাও রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরটির সবাইকে কামড়ে আহতদের মধ্যে কয়েজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ‘পাগলা’ কুকুর উপজেলার মোগড়া ইউনিয়ন এলাকায় তামিম নামের এক শিশুকে কামড় দেয়। এর পরপরই একটি ঘোড়াকে কামড়ায় ওই কুকুরটি। এসময় ঘোড়ার লাথি খেয়ে কুকুরটির পাগলামি অনেকটা বেড়ে যায়। এরপর যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এভাবে মহিলা, শিশুসহ একে একে অন্তত ১২ জনকে কামড়িয়ে আহত করে। এতে আহতরা উপজেলা হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শ্যামল কুমার ভৌমিক ঘটনান সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমাদের এখানে  ১২ জনের মতো এসে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।’