আট বছর পর টাউন হলে যাচ্ছে বিএনপি

 

মহিউদ্দিন মোল্লা।।
আট বছর পর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠান করছে বিএনপি। আগামী শনিবার (২৬ নভেম্বর) এখানে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও কুমিল্লার বাইরের জেলার নেতাকর্মীরা নগরীতে আসছেন। সর্বশেষ ২০১৪ সালের ২৯ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, দীর্ঘদিন পর আমরা বড় সমাবেশ করছি কুমিল্লায়। এটি হবে স্মরণকালে বড় সমাবেশ। বৃহস্পতিবার দেখেছি সড়কে নেতাকর্র্মীদের ঢল। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালেই নেতাকর্মী সবাই পৌঁছে যাবেন। চারদিকে আজ উৎসবের আমেজ। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা আজ প্রতিজ্ঞাবদ্ধ।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন,বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে আমরা টাউন হল মাঠে দীর্ঘদিন সভা করতে পারিনি। তবে এবার অতীতের সব রেকর্ড ভেঙ্গে যাবে।
উল্লেখ্য- কুমিল্লার আন্দোলন-সংগ্রামের কেন্দ্রবিন্দু এই টাউন হল অডিটরিয়াম ও এর মাঠ। বিভিন্ন সময় কুমিল্লা টাউন হল মাঠ ও অডিটরিয়ামে উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা করেন। মহাত্মা গান্ধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নবাব স্যার সলিমুল্লাহ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশের সাবেক সরকার প্রধানেরা এখানে বক্তব্য দেন।
কুমিল্লা টাউন হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ ইতিহাসবিদ আহসানুল কবীরের লেখা ‘কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতি’ গ্রন্থে উল্লেখ করা হয়, ১৮৮৫ সালের ৬ মে নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের ৩ একর ৪৩ শতক জায়গা নিয়ে কুমিল্লা টাউন হল প্রতিষ্ঠিত হয়। হলের প্রতিষ্ঠাতা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের সদস্য মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর। দৃষ্টিনন্দন কারুকাজে ভবনটি নির্মিত। ১৯৩০ সালে এটি প্রথম সংস্কার করা হয়।