আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না-বুলু

inside post
 প্রতিনিধি।।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আপনাদের প্রয়োজন অতি শিগগিরই নির্বাচন দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। কোন ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দিবেন না। ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। জাতি আবার বিপন্ন হবে। এই আন্দোলন সংগ্রাম শহীদদের রক্ত বৃথা যাবে। তাই অতি শিগগিরই নির্বাচন দিয়ে নির্বাচনের রাস্তা তৈরি করুন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দুই বছর চেষ্টা করে ৩১ দফা প্রণয়ন করেছি। রাষ্ট্রের এমন কোন বিষয় নাই যা এটাতে নেই। এটাই সংস্কারের মূল। এটা আমরা পার্লামেন্ট থেকে পাস করাবো।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বিভাগীয় বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, এরপরে আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, ‘আমরা (বিএনপি) এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আগামী নির্বাচনের পরে দেশে একটি জাতীয় সরকার হবে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিল সকল দল নিয়ে ওই জাতীয় সরকার হবে। শেখ হাসিনা দেশকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে উদ্ধার করতে হলে একটি জাতীয় ঐক্য ছাড়া; একটি সরকার ছাড়া তা উদ্ধার সম্ভব হবে না।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা, মহানগরসহ আশপাশের বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির  ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরো পড়ুন