আ`লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহ’র এলাকায় বিক্ষোভ


প্রতিনিধি।।
আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে হাসনাত আব্দুল্লাহ’র এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা । শনিবার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মিছিলটি সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এ সময় নাজমুল হাসান নাহিদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাজী নাছির. সিয়াম ইসলাম, মো: নাফিস, কাজী সাফরিন জোহা প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে আহত সিয়াম মজুমদার, আতিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সৌরভ হাসান, মো: ইফরান খাঁন, মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল রাশেদ রাফসান, মেহেদী হাসান তানজীম, মিজানুর রহমান , মাহমুদুল হাসান, মো: সবুজ , শরীফুল ইসলাম, নাসিফসহ দেবিদ্বারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে`, :ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত`, `হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে: সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র–জনতার ব্যানারে অংশ নেওয়া বিক্ষোভকারীরা।