ইউজিসির বার্ষিক প্রতিবেদনে তলানিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
অফিস রিপোর্টার ।।
২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে সরকারি ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৫ ডিসেম্বর ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
সরকারি দফতর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রবর্তন করা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা এ প্রতিবেদনে ৩ নম্বরেরও কম পেয়ে ৪২ তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যেখানে ৯৮.৩৮ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়াও যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় এত অবনতি হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমাদের অনেক কাজ হয়েছে। কিন্তু সময়মতো সাবমিট না করার কারণে এমনটা এসেছে। যেমন, জুনের আগের অনেক কাজ হয়েছে কিন্তু সেগুলোর ডকুমেন্টস ২-৩ মাস পর সাবমিট করা হয়েছে।