ইনোভেটিভ যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদক-যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী  আলোচনা সভা

 

গত ৬ ডিসেম্বর   উপজেলার ইনোভেটিভ আইটিতে  সভাটি অনুষ্ঠিত হয়।
‘সকল প্রকারের খারাপ আসক্তির হোক অবসান’ শীর্ষক স্লোগান ধারণ করে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আলিউল কবির । স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক  রাশেদ ,গন্যমান্য বক্তারা বলেন, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আর বাল্যবিবাহ, যৌতুক—এসব সমাজকে ধাবিত করে নৈতিক অবক্ষয়ের দিকে। মাদক, বাল্যবিবাহ, যৌতুক—এ বিষয়গুলো একটি সমাজ তথা দেশের জন্য অকল্যাণকর। সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা করতে গিয়ে শিক্ষকরা যেমন উল্লিখিত বিষয়গুলোর ভয়াবহতা তুলে ধরেন। শিক্ষার্থীরাও তুলে ধরে তাদের মতামত।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা বেগম বলেন, ‘আমার সন্তান মাদকাসক্ত নয় বলে সে তা হবে না এই নিশ্চয়তা আমি বা আমরা কেউ দিতে পারি না। তাই প্রথমেই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। সে জন্য প্রয়োজন এ ধরনের সচেতনতামূলক
আলোচনা।’

সংবাদ বিজ্ঞপ্তি।।