ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন!
ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অন্তর্ভুক্ত কুমিল্লা জোনের বিভিন্ন ইন্টার্যাক্ট ক্লাব নিয়ে জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লায় ইন্টা. আবির আহমেদ এর নেতৃত্বে ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং ইন্টার্যাক্ট এর শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সভাপতি ইন্টা. রবিউল সানি ।
এ সময় ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পৃষ্ঠপোষক রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোটা. শাহ জাবেদুল হক সাগর, এবং রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোঃ তাজুল ইসলাম ভূইয়া সোহেল, ইন্টার্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর সাবেক জেলা প্রতিনিধি এক্স ইন্টা আহনাফ মাহি, এক্স ইন্টা রোঃ ফজলুর রহমান ফাহিম এক্স ইন্টা. রো. মেহেদী হাসান সিয়াম,সদ্য বিদায়ী জেলা প্রতিনিধি ইন্টা. শেখ সাদি, সাবেক প্রধান ইন্টার্যাক্ট জেলা সচিব ইন্টা. আশফাক হোসেন ইফতি, রোটার্যাক্ট এবং ইন্টার্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ এর নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত আয়োজনে ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই, কুমিল্লা গোমতি এবং কুমিল্লা ময়নামতি এর প্রতিনিধিগণ এবং সাধারণ ইন্টার্যাক্টোরবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটাঃ শাহ জাবেদুল হক সাগর,পিডিআইআর এক্স ইন্টা আহনাফ মাহি, পিডিআইয়াদ এক্স ইন্টা রোঃ ফজলুর রহমান ফাহিম, পিডিআইআর এক্স ইন্টা রোঃ মেহেদী হাসান সিয়াম, আইপিডিআইআর ইন্টা. শেখ সাদি, সাবেক প্রধান ইন্টার্যাক্ট জেলা সচিব ইন্টা. আশফাক হোসেন ইফতি সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দ।
সব শেষে কেক কাটা, আমন্ত্রিত অতিথিদের মাঝে টোকেন অব লাভ বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন প্রোগ্রাম চেয়ারম্যান, প্রোগ্রাম শেষে উৎসব মুখর পরিবেশে ইন্টার্যাক্টোরদের মিলন মেলায় পরিনত হয় জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা প্রাঙ্গণ।
ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র বিগত দিনের পথ চলায় সু-ফল পেয়েছে কুমিল্লা নগরীর ছিন্নমূল অনেক মানুষ,করোনা মহামারীকালে সংকটাপন্ন করোনা রোগীদের সেবা দিয়েছে অক্সিজেন সিলিন্ডার দিয়ে,এ ছাড়াও নানা কার্যক্রমে সমাজের মানুষের পাশে রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সহযোগিতায় দাড়িয়েছে ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া।
সংবাদ বিজ্ঞপ্তি।।