ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হওয়ার চেষ্টা, আটক ৭

কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ :

inside post

কুমিল্লার মনোহরগঞ্জে ভূয়া ঠিকানা ও জন্ম নিবন্ধন দিয়ে ভোটার তালিকাভূক্ত হওয়ার চেষ্টাকালে ৭ যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোহরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন জেলার চান্দিনা উপজেলার বসন্তপুরের শামীম হোসেন (২২) ও মো. ইমন হোসেন (২১), কংগাই এর মো. আলামিন (২৪), মোহনপুরের মো. বায়েজিদ হোসেন (২২) ও মো. সাকিব হাছান (২১), বামুটিয়ার সাব্বির হোসেন (২১) এবং নলপনির মো. সজিব (২২)। উপজেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, জালিয়াতির মাধ্যমে ভূয়া জন্ম নিবন্ধন সনদ তৈরী ও ঠিকানা ব্যবহার করে তারা মনোহরগঞ্জ উপজেলায় ভোটার হতে আসে। প্রতারনার অংশ হিসেবে তারা মনোহরগঞ্জ উপজেলা সদরের খিলা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদ ও ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর হুবহু নকল করে। এ সময় তারা বর্তমান ঠিকানা হিসেবে উপজেলা সদরের দিশাবন্দ ও স্থায়ী ঠিকানা চান্দিনা উপজেলার বিভিন্ন স্থান উল্লেখ করে। উপজেলা নির্বাচন অফিসে ফাইল জমা দেয়ার পর কাগজপত্র যাচাইকালে মুল কাগজপত্র দেখাতে না পারায় কর্মকর্তাদের সন্দেহ হলে তখন তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদে তারা সনদসহ কাগজপত্র জালিয়াতি ও ভূয়া ঠিকানা ব্যহারের কথা স্বীকার করে । উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া জানান, তাদের জন্ম সনদসহ কাগজপত্র ও ঠিকানা ভূয়া প্রমানিত হওয়ায় এবং তথ্য গোপন করে ভোটার তালিকাভূক্তিতে প্রতারনার আশ্রয় নেয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ বিষয়ে খিলা ইউপি চেয়ারম্যান এর সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এতে ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের সম্পৃক্ততার কোন প্রমান পাওয়া যায়নি। মনোহরগঞ্জ থানার পরিদর্শক মাহাবুল কবির জানান, এ ঘটনায় জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৩। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের কথা জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান সনদ জালিয়াতি ও ভূয়া ঠিকানা ব্যবহার করে ভোটার তালিকাভূক্তির জন্য চেষ্টা গুরুতর অপরাধের সামিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়ার কথা জানান তিনি।

আরো পড়ুন