ইমারত আইন অমান্য করে ভবন নির্মাণ

 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ইমারত আইন অমান্য করে শহরের পশ্চিম পাইকপাড়ায় জনৈক এরশাদ আলী বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে প্রতিকার চেয়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা সাজিদুল কিবরিয়া সুজন পৌরসভায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পৌরসভায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা শহরের পশ্চিম পাইকপাড়া মৌজার ৬৮ নং বিএস খতিয়ানের ১০৬ নং দাগের ভূমিতে মোহাম্মদ আলীর পুত্র মো. এরশাদ আলী প্রচলিত ইমারত আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণে পিলার ঢালাই করে ফেলেছেন। মৌখিকভাবে অনেকবার বাঁধা দিলেও শুনছেন না। অনুমতি আছে কি না জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে উল্টাপাল্টা কথা বলেন।  ১১৫২ নং বাড়ির মালিক সাজিদুল কিবরিয়া সুজন গত ১৭ এপ্রিল তারিখে পার্শ্ববর্তী ভূমির মালিক মো. এরশাদ আলী ইমারত আইন অমান্য করে ভবন নির্মাণ করছেন মর্মে পৌরসভায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর অগ্রগতি জানতে পৌরসভায় এসে সুজন জানতে পারেন যে, ভবন নির্মাণকারী এরশাদ আলী পৌরসভা থেকে কোনও ধরনের নির্মাণ কাজের অনুমতিপত্রই পাননি। অভিযোগকারী সুজন সামগ্রিক বিষয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমার অভিযোগের দ্রুত তদন্তপূর্বক সমাধান চাই। নির্মাণ কাজ বন্ধ না হলে আমাকে হয়তো আইনের পথে হাঁটতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ইমারত নির্মাণ আইন প্রয়োগের বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে সকল অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। সুন্দর-বাসযোগ্য পৌরসভা গঠনে অন্যায্য কর্মকাণ্ডকে প্রতিরোধ করতে হবে। কেউ আইন অমান্য করে ভবন নির্মাণের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।’