ঈদের ছুটিতে নগরজীবনে নিরাপত্তার প্রত্যাশা

মহিউদ্দিন মোল্লা।।
ঈদ বাজারের মতো ঈদের ছুটিতেও নগরজীবনের নিরাপত্তা চান নগরবাসী। এজন্য তারা জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। পুলিশের দাবি জনসাধারণের সহযোগিতা পেলে তারা এই সেবা আরো বেগবান করতে পারবেন।
সূত্রমতে,রমজানের প্রথমে দিকেও নগরীর আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল ছিলো না। এনিয়ে নগরবাসীর আশংকা ছিলো ঈদ বাজার নিয়ে। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। মাঠে পুলিশের টহল বাড়ানো হয়। মলম পার্টি,চুরি,ছিনতাই ঠেকাতে মাঠে ডিবির টিম কাজ শুরু করে। বিভিন্ন মার্কেটে পুরুষের সাথে নারী পুলিশ দায়িত্ব পালন করে। এছাড়া বড় ধরণের সমস্যা মোকাবেলায় কুইক রেসপন্স টিম কাজ করে। হাইওয়েতে হাইওয়ে পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে জেলা পুলিশও কাজ করেছে। পুলিশ সুপার আইন শৃংখলা পরিস্থিতি তরদারকি ও যানজট নিরসনে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন এলাকায় তৎপর ছিলেন। এসব আয়োজনের কারণে কুমিল্লা নগরীর ঈদ বাজারে উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেই ধারা যেন ঈদের ছুটিতেও অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছেন নগরবাসী।
কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের বাসিন্দা জামিল আহমেদ খন্দকার,২য় মুরাদপুরের রফিকুল ইসলাম সোহেল ও ঠাকুরপাড়া এলাকার ডা. গোলাম শাহজাহান বলেন,ঈদ বাজারে আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি স্বস্তির ছিলো। ঈদের ছুটিতে অনেকে গ্রামে যাবেন। বাসা খালি থাকবে। এসময় দুষ্কৃতকারীরা সুযোগ নিতে পারে। তাই পুলিশের তৎপরতা অব্যাহত রাখতে হবে।
পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন,ঈদের ছুটিতে মানুষের বাসা বাড়ি যেন নিরাপদ থাকে সেই জন্য আমাদের নাইট পেট্রোল টিম কাজ করবে। এছাড়া তিনি সিসি ক্যামেরা সচল রাখা,গ্যাসের চুলা বন্ধ রাখা ও ভালো তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

inside post
আরো পড়ুন