উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে – স্থানীয় সরকার মন্ত্রী

inside post
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একটা সময় ছিলো বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো। কিন্তু সেদিন ফুরিয়ে গেছে। বাংলাদেশ এখন উদ্যম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।
শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের শতবছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে একটি মোবাইল অপারেটর থেকে অনেকগুলো অপারেটর হয়েছে। সরকার প্রান্তিক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কৃষকের সারের দাম কমানো হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিজ্ঞান-প্রযুক্তিসহ নানা খাতে উন্নতি লাভ করেছে বাংলাদেশ। চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশের মানুষের অবস্থার পরিবতর্ন হয়েছে। দেশের উন্নয়নের সাথে মানুষের ক্রয় ক্ষমতা ও মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে।
সাবেক সচিব মো.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিক উন নবী তালুকদার প্রমুখ।
আরো পড়ুন