উন্মুক্ত কারাতে প্রতিযোগীতায় কুমিল্লার ১৬জন কারাতেবিদদের সাফল্য

আবু সুফিয়ান রাসেল।।

প্রথম উন্মুক্ত কারাতে প্রতিযোগীতায় স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জপদক লাভ করেছে কুমিল্লার নবীন ১৬ জন কারাতেবিদ। শুক্রবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠে বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিজয়দের ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার, সহ সভাপতি মোস্তাক আহমেদ হুমায়ুন, সহ সভাপতি শফিকুর রহমান শফি, কামরুল হাসান, বাবুল মিয়া রানা, ফখরুল আরেফিন মামদু, মাহাবুবুল হক বাবু।

বিজয়ীরা হলেন রোহান, সিয়াম, জাবির, নুজাইফা, চন্দ্র বতি, অবনী, মরিয়ম সাজ্জাদ বৃষ্টি, সোহাগী আক্তার, ফাইজান তোহা, আবেদ আলী, আহামেদ তোহা, জালাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ কারাতে ফেডারেশন রেফারি ও কোচ সেন্সি এস ইসলাম শুভ বলেন, প্রথম উন্মুক্ত কারাতে প্রতিযোগীতায় কুমিল্লার ২০জন অংশ গ্রহণ করে ৩জন স্বর্ণপদক, ৪জন রৌপ্যপদক ও ৯টি ব্রোঞ্জপদক সহ মোট ১৬জন পদক অর্জন করেন।
নেপথ্যে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা সহযোগীতা রয়েছে। কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সদস্যদের আমরা এমন ভাবে তৈরি করবো জাতীয় অন্তর্যাতিক সকল প্রতিযোগীতায় তারা অবস্থান নিশ্চিত করবে।