এক কাতারে বসে যা বললেন চার প্রার্থী

 

মহসীন কবির।।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেন। কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

বক্তব্য রাখন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা।এ সময় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, বাস প্রতীকের প্রার্থী ও এমপি বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদিন কায়সার এবং হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিমও বক্তব্য রাখেন।
টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী  মনিরুল হক সাক্কু বলেন,গত নির্বাচনে ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও মেনে নিয়েছি। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।তিনি সবার জন্য লেভেল প্লেয়িংফিল্ড নিশ্চিতের দাবি জানান।

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ভোটাররা কেন্দ্রে
যেতে পারবেন কী না সে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।তবে তাদের মধ্যে
আগ্রহের কমতি নেই।কারণ একপেশে হওয়ায় গত সংসদ নির্বাচনে অনেকে
ভোট দিতে পারেননি।অপরদিকে মিথ্যা মামলায় তার নেতাকর্মীদের
হয়রানিসহ বিভিন্ন স্থানে পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ
করেন।তাছাড়াও স্থানীয় এমপি বাহারের বিপক্ষে প্রভাব বিস্তারেরও অভিযোগ
আনেন বিএনপির এ বহিষ্কৃত নেতা।

বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা বলেন, সদ্য সমাপ্ত জাতীয়
নির্বাচন চমৎকার হয়েছে।যা নিয়ে কোনো বিতর্ক নেই।কুসিকের উপ-
নির্বাচনেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত
করেন।

হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম বলেন, নগরবাসী
একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।কিন্তু এখন পর্যন্ত এক ধরনের অজানা শঙ্কা

কাজ করছে।বিভিন্ন স্থানে প্রচারণায় বাধার শিকার হচ্ছেন বলে তিনি
অভিযোগ করেন।তিনিও সবার জন্য লেভেপ্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি
জানান।