এমপি-চেয়ারম্যান বিরোধে দেবিদ্বার আওয়ামী লীগের সম্মেলন স্থগিত
অফিস রিপোর্টার।।
জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মারধরের ঘটনায় দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রোববার চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দদের সাথে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১ জুলাই পূর্ব নির্ধারিত তারিখে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি ছিলো প্রায় শেষ পর্যয়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেবিদ্বার সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারিত করা হয়েছিলো। ওই সম্মেলনকে কেন্দ্র করে গত শনিবার (১৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় পার্লাম্যান্ট মেম্বারস ক্লাবে সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা সম্মেলনের পূর্বে বাকি থাকা এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নের আ’লীগের কমিটি ঘোষণার ব্যাপারে সকলে সম্মতি প্রকাশ করেন। এ সময় কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার গুনাইঘর উত্তর ও এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। ওই সময় কুমিল্লা-৪ (দেবিদ্বার) এমপি রাজী মোহাম্মদ ফখরুল কমিটি মানিনা বলে ঘোষণা দেন। পাশে বসা দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, কমিটি সুন্দর হয়েছে। তখন এমপি সাহেব উপজেলা চেয়ারম্যানকে ঘুসি-কিল মারতে মারতে মেঝেতে ফেলে দেন। পরে বৈঠক ছেড়ে জেলা ও উপজেলার নেতৃবৃ›ন্দ বেরিয়ে গেলে জেলা সভাপতি ম. রুহুল আমিন তাদের পেছনে পেছনে এসে সবাইকে পুন:রায় বৈঠকে সমবেত হওয়ার আহবান জানাতে গেলে ম.রুহুল আমিনের সাথে নেতাদের ধাক্কাধাক্কি হয়।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেবিদ্বার সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া গতকালের ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার জানান, ২১ তারিখে সম্মেলন হচ্ছেনা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এমপি ও চেয়ারম্যানের মাঝে ঘটে যাওয়া ঘটনার সুরাহা শেষে সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হবে।