চেয়ারম্যান কালামকে মারধরের ঘটনায় এমপি রাজীর বিরুদ্ধে বিক্ষোভ
অফিস রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গন।
শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বাগুর বাস স্টেশনে চেয়ারম্যান গ্রুপের নেতাকর্মীরা দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা ঝাড়–ু প্রদর্শন করে। আধাঘন্টা মহাসড়কে অবস্থান করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। বিক্ষোভে বরকামতা, ভানী ও সুলতানপুরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে বিকেলে মারামারির বিষয়টি জানাজানি হলে চেয়্যারম্যান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা সন্ধ্যা ৬টা থেকে চান্দিনা-বাগুর বাস স্টেশনে এসে জড়ো হয়। এছাড়া দেবিদ্বার সদরে প্রতিবাদ মিছিল বের করলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন, ভানী ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল হাজারী, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ রানা, যুবলীগ নেতা রুবেল, জেলা ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন রাকিব, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আর.এ জুয়েল প্রমুখ।
জানা যায়, জাতীয় সংসদ এর হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু ছাইদ আল মাহমুদ স্বপন এমপি’র নির্দেশনা অনুযায়ী দেবিদ্বারের ৫টি ইউনিয়নের সম্মেলন শেষ করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার কথা। সম্মেলনের বিষয়ে শনিবার দুপুরে ঢাকায় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের এক সভা চলছিল। এলাহাবাদ ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এর মধ্যে মতানৈক্য হয়। একপর্যায়ে সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষি মারেন। এতে আহত হন উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ‘২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। নিয়মানুযায়ী উপজেলা সম্মেলনের পূর্বে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার কথা। সে অনুযায়ী এম.পি’র পরামর্শক্রমে আজকে সংসদ ভবনের এলডি হলে উপজেলা আওয়ামী লীগের সভা চলছিল। এলাহাবাদ ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তাবে স্থানীয় সংসদ সদস্য আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অতর্কিত কিল-ঘুষি মারতে শুরু করেন। যা সিসিটিভি ফুটেজে প্রমাণ পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, সভায় কুমিল্লা উত্তর জেলা এবং দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।