এসএসসিতে ইবনে তাইমিয়ার সাফল্য

৩৮৪জন শিক্ষার্থী পেল জিপিএ-৫

inside post

এ বছর এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখলো কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। ৩৮৪জন জিপিএ-৫ পেয়ে কুমিল্লা বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান লাভ করে। এ বছর ১৩৩৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৫১জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৪জন শিক্ষার্থী। “এ” গ্রেড পেয়েছে প্রায় ৬০৩ জন, “এ ” মাইনাস পেয়েছে ১৬৩ জন শিক্ষার্থী।
অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল প্রতিষ্ঠানের এই সফলতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। তিনি বলেন,ট্রাস্ট ও গভর্নিং বডির দক্ষ পরিচালনা, শিক্ষকদের শ্রম, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতা সর্বোপরি মহান আল্লাহর রহমতই ফলাফল ভালো হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন