এসএসসিতে ভাল ফলাফলে সম্মাননা

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামে ভাল ফলাফলে লুদিয়ারা জহির আহম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে বিদ্যালয়টি। আরো বেশি ভাল ফলাফলে উৎসাহিত করতে দক্ষিণ লুদিয়ারা উন্নয়ন সংঘ শুক্রবার এই সংবর্ধনার আয়োজন করে।

বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আয়েশা সিদ্দীকা পারভীন। রিসেন্ট রিয়েল স্টেট বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) এ আর এম আতাউর রহমান, সমাজ সেবক জিয়া উদ্দিন মাহমুদ সবুজ, ফেনী থানার ওসি সাইফুল ইসলাম পারভেজ, ব্যবসায়ী আনোয়ারুল আজিম, ফিরোজ আহম্মেদ ভুঁইয়া, মোহাম্মদ আলী সবুজ মজুমদার, ইউনুস নবী সুফল।

আরো পড়ুন