গাছ লাগালেন চৌদ্দগ্রামের সাংবাদিকরা

প্রতিনিধি।।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়ক, খোলা জায়গা সবুজায়নের মাধ্যমে মনোমুগ্ধকর ও স্বাস্থ্যকর করার লক্ষ্যে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন কর্মসূচি পালন করেছে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব।
শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুনুর রহমান, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান মুহাঃ জহির, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, সদস্য আক্তারুজ্জামান মজুমদার, ইমাম হোসেন শরীফ, মোঃ রাকিব হোসেন, সানোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মু. ফরিদুজ্জামান, স্কুলের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন মজুমদার ও মতলুবর রহমান প্রমুখ।