কবরবাসীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা, বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ভুঁইয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

inside post

প্রধান আলোচক ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। মুন্সিরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এমরান হোসেন ভুঁইয়া মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, ইতালি প্রবাসী জামায়াত নেতা আবুল কাশেম মোল্লা, মাওলানা মমিনুল ইসলাম, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা শিবির নেতা মোশারফ হোসেন। এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনা শেষে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন