‘কবিরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন’

যাত্রীর ষোলতম কবিতা পত্র`র প্রকাশনা 
inside post
 প্রতিবেদক।।
জাতি গঠনে সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই – এ শ্লোগানকে ধারণ করে বুধবার কুমিল্লার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন যাত্রী -র ষোলোতম কবিতা পত্র-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রেস্তোরাঁয় এ উৎসব হয়।
যাত্রী র সভাপতি ড. মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে আলোচক হিসেবে বক্তব্য রাখেন যাত্রী -র উপদেষ্টা অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান ও ড. আলী হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন অধ্যক্ষ নিখিল রায়, অধ্যাপক সমীর মজুমদার, বাচিকশিল্পী বদরুল হুদা জেনু, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, অধ্যাপক তপন চন্দ্র সাহা,সাহিত্যিক আহাম্মেদ কবীর,অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঠাকুর জিয়াউদ্দিন আহমদ।
বক্তারা বলেন, সময়ের চেয়ে কবিরা সবসময় এগিয়ে থাকেন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন। সৃজনশীলতার মাধ্যমে সুন্দরকে ধারণ ও লালন করেন। স্বরচিত কবিতা পাঠ করেন শান্তিরঞ্জন ভৌমিক, আলী হোসেন চৌধুরী, অংকুর দত্ত,উত্তম বহ্নি সেন,কল্লোল মজুমদার, জোবায়দা নূর খান,এম এ তাহের, হাসিনা আক্তার হাসি, শাহীন শাহ, খলিলুর রাহমান শুভ্র প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন যাত্রীর সাহিত্য সম্পাদক কল্লোল মজুমদার।
শোক প্রস্তাব উত্থাপন করেন যাত্রী-র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ। তিনি সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন।
কবিতা পত্র- ষোলোর মোড়ক উন্মোচন করেন আলোচক ও বক্তাগণ।
সংগীত পরিবেশন করেন জোবায়দা নূর খান,প্রলীপ দাশ, কাজী খোরশেদ আলম, প্রাঞ্জল দে প্রমুখ। তবলায় সংগত করেন সুমন রায়।
দুর্গম গিরি কান্তার মরু-  – -‘ শীর্ষক সূচনা গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে  সমাপ্তি ঘটে।
আরো পড়ুন