কবি ওয়াহিদুজ্জামানকে সম্মাননা

 কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুরে দুর্বাঘাস সাহিত্য সংসদের উদ্যোগে কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ১১ নভেম্বর বুধবার দশম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এদিন বিশিষ্ট কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের ৬৪তম জন্ম দিন উপলক্ষে তাঁকে সম্মাননা জানানো হয়। এ সময়ে প্রধান অতিথি পরিবেশবিদ চারবার জাতীয় পদক প্রাপ্ত মতিন সৈকত এআইপি কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে উত্তরীয় পরিয়ে দেন। বিশেষ অতিথি ছিলেন ইছাপুর অগ্রদূত ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবদুল জলীল। প্রধান আলোচক ছিলেন মাসিক টুপটাপ ছড়া পত্রিকার সম্পাদক কবি ওমর ফারুক নাজমুল। জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা শশীকর সম্পাদক কবি খন্দকার আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সমাজ সেবা অফিসার মোঃ মিজান তালুকদার, গীতিকার মোঃ ইউসুফ নাসির, সাংবাদিক হানিফ খান, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক সৃষ্টি’র সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, নবাবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ অহিদুর রহমান, প্রভাষক মোঃ সোহেল রানা, সমাজকর্মী ফারুক কামাল, রাজনীতিক কাজী মোস্তফা কামাল প্রমুখ। প্রধান অতিথি মতিন সৈকত বলেন ‘সৃষ্টিশীল সামাজিক মানবিক উদ্যোগগুলো মহৎকর্মের প্রেরণা যোগায়। শিক্ষার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি এবং প্রতিভার বিকাশ ও লালনে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে’।

inside post

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন