ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ড্রাম ট্রাক, পিকআপ ভ্যান ও মাইক্রোবাস। তিনটি যাবাহনের ত্রিমুখী সংঘর্ষে ১১ মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হন অপর পাঁচজন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক স্থানে ঘটে এই দুর্ঘটনা।
নিহতেরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী কন্যাশিশু রাইসা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) এবং পাভেল (৩০)। তবে নিহত পাভেলের ঠিকানা-পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনায় অপর পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সিলেট-কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এই অবস্থায় ঢাকা-সিলেটগামী বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে ড্রাম ট্রাকটির সাথে ধাক্কা লাগে। তিনটি গাড়ির ত্রিমুখী এই সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের সকলের অবস্থাই গুরুতর। এদিকে ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ ভ্যান ও হাইয়েস মডেলের মাইক্রোবাসটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’