কমডেকায় অংশগ্রহণের সনদ বিতরণ

কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের বিশেষ ক্রু মিটিং ও ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকায়) অংশগ্রহণকারী রোভারদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা রোভার স্কাউট লিডার ও কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের। কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের ট্রেজারার মো. দেলোয়ার হোসেন।
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সহকারী রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র রোভার মেট তফাজ্জল হোসেন, বর্তমান গার্ল ইন সিনিয়র রোভার মেট শারমিন মেঘলা, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. রাহিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট সাজ্জাদ হোসেন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মো. বাঁধন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের মধ্যে একটি অন্যতম সেরা দল, বিগত ১৪ বছর ধরে বাংলাদেশের সকল জাতীয় রোভার মুট ও আঞ্চলিক রেভার মুট ও জাতীয় কমডেকায় অশংগ্রহণ করে গৌরব পতাকা পায়।
এবারে কমডেকায় কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ রোভারা সমাজ উন্নয়নমূলক কাজের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে স্কাউটদের ভূমিকা সম্পর্কে সচেতনতার কর্মসূচি পাশপাশি রোভারদের স্বাস্থ্য সচেতনতা ও ক্যারিয়ার গাইডেন্স সেমিনারে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার মেট সাকিব, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের নবাগত সিনিয়র রোভার মেট নুর মাহিন পিএস, ৭ম জাতীয় কমডেকায় প্রথম দিনেই কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দল গৌরব পতাকা পায়। কমডেকায় অংশগ্রহনকারী রোভারা হলেন শাহাদাত হোসেন সাজিদ পিএস, সাদমান সাবাব, নুর হোসাইন শাওন পিএস, তাজওয়ার মুসায়েব তাশফিন পিএস, ইসমাইল হোসেন তারেক, মুন্নাফ আবেদীন ভুঁইয়া, আজনান সামিউল রাজিন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।
