কমলাঙ্ক সাহিত্য একাডেমির সভা

কমলাঙ্ক সাহিত্য একাডেমি কুমিল্লার সাহিত্য আড্ডা, মাসিক সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কুঁড়ে ঘরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে লেখক শান্তানু কায়সারের জীবনী ও কর্ম, পুথি সাহিত্য ও বিশ্ব সাহিত্য বর্তমান হাল বিষয়ে আলোচনা করা হয়। সভার শেষ পর্বে সংগঠনের গঠনতন্ত্র, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। সভায় কবি, গল্প, প্রবন্ধ, উপন্যাস বিষয়ক কর্মশার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কুমিল্লা থেকে সাহিত্য বিষয়ক প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন একাডেমির সভাপতি ড. আলী হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নার্গিস খান, পরামর্শ মূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ সফিকুর রহমান, আহাম্মেদ কবির, রাহুল তারা পিন্টু, সমীর মজুমদার, সানা উল্লাহ নূর প্রমুখ।