করোনা আক্রান্ত রোনালদো

আমোদ ডেস্ক।।

inside post

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পজিটিভ হওয়ার পর উয়েফা ন্যাশন্স লিগের পর্তুগাল স্কোয়াড থেকে সেল্ফ আইসোলেশনে আসেন রোনালদো। পর্তুগালের ফুটবল ফেডারেশন এ তথ্য জানায়।

পর্তুগাল ফুটবল ফেডারেশন আরো জানায়, করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তবে তিনি ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) পতুর্গিজ ফুটবল দলের বাকি সবার নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ, ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই। রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় সিরিএ লিগেও খেলতে পারবেন না।

 

শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় আগামী শনিবার সিরি আ’ টুর্নামেন্টে ক্রোটোনের বিপক্ষে এবং দুই দিন পর ডায়নামো কিয়েভের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আরো পড়ুন