করোনার পর চাকরি প্রত্যাশীরা বিকল্প যা করবেন

আমোদ ডেস্ক।।

বিশেষজ্ঞরা বলছেন, যারা গত কয়েক বছরের মধ্যে পড়াশোনা শেষ করেছেন, নতুন চাকরির চেষ্টা করছেন, তাদের উচিত হবে শুধুমাত্র কাঙ্খিত চাকরির জন্য বসে না থেকে যা পাওয়া যায়, সেটা দিয়েই কর্মজীবন শুরু করা।

বিডি জবসের মি. মাশরুর বলছেন, ‘ট্রাডিশনাল চাকরি অনেক কমে যাবে। সবাই যদি সরকারি, বড় প্রতিষ্ঠানে বা অফিসিয়াল চাকরির খোঁজেন, তাহলে হবে না। যেকোন ধরনের চাকরি পেলেই সেটা শুরু করে দিতে হবে।’
গ্রীন এইচআর প্রফেশনালের রওশন আলী বুলবুল বলছেন, নতুন গ্র্যাজুয়েটদের প্রচলিত শিক্ষার ওপর নির্ভর করে না থেকে তাদের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে।

তিনি মনে করেন, এই করোনা সময়ে বসে না থেকে যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা দিয়েই শুরু করতে হবে। পাশপাশি সরকারি বা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার চেষ্ট করতে হবে। নইলে দেশের এসব বেকার তরুণ-তরূনীরা আরও সমস্যায় পড়বে।