কসবায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ



মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, ইউপি চেয়ারম্যান মোর্শেদ দায়িত্ব নেয়ার পর থেকে নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। চলমান এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে মেহারী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস. এম. শামমীমের নেতৃত্বে চেয়ারম্যান মোর্শেদের রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগগুলোর কোনোটিরই সত্যতা নেই। মেহারী ইউনিয়নের বাসিন্দারা এসব অভিযোগ প্রত্যাখান করে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।