কসবা কো-অপারেটিভ কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভা


এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘দি কসবা কো-অপরেটিভ কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ মে) কর্পোরেশনের সভাপতি ও কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্পোরেশনের প্রাক্তন সভাপতি সৈয়দ নাসির উদ্দিন হায়দার আলীম মিয়া।
শনিবার কসবা উপজেলা সদরের আলতাফ প্লাজায় (তফাজ্জল আলী বিশ্ববিদ্যালয় মাঠের পরিবর্তে) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অথিতি ছিলেন তাহসীন কাজী, মো. মনিরুল হক, মো. মোশারফ হোসেন ইকবাল, মো. বশির চৌধুরী, মো. আবদুল হান্নান মাস্টার, মো. মামুন প্রমুখ। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কর্পোরেশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন। সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন কর্পোরেশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদস্য মনির হোসেন দেলোয়ার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কসবা কো-অপারেটিভ কর্পোরেশন কসবার ঐতিহ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানানভাবে এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য ম্লান করার অপচেষ্টা করা হয়েছে। এসবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
কর্পোরেশনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের উপস্থাপনায় বার্ষিক সাধারণ সভায় কর্পোরেশনের নয়টি ব্লকের নির্বাচিত সদস্যবৃন্দ এবং শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন।