কায়কোবাদকে বরণে মুরাদনগরে খুশির জোয়ার

বিমানবন্দরে যাবে ৪ শত বাস ও ২ সহস্রাধিক মাইক্রোবাস

inside post

প্রতিনিধিঃ
১৩ বছর পর ২৮ ডিসেম্বর শনিবার সকালে দেশে ফিরছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এতে খুশি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপিসহ স্থানীয়রা। অপর দিকে তাকে বিমানবন্দরে স্বাগত জানাবে হাজারো নেতাকর্মী।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদিআরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের।
জানা যায়, বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলা,-মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা,ধর্মীয় নেতারা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীসহ বিভিন্ন ধর্মের লোকজন। অপরদিকে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন আবার কোথাও কোথাও গ্রামে গ্রামে গরু জবাই করে খাবারের আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন তাকে।
মুরাদনগর উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব কে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪ শত বাস ও ২ সহস্রাধিক মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এছাড়াও হিসাবের বাইরে আরো অনেক গাড়ি বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন জানান, দীর্ঘ তেরো বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল মত র্নিবিশেষে সকল শ্রেণীপেশার মানুষ এই নেতাকে বিমান বন্দরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে।

আরো পড়ুন