কুবিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

অফিস রিপোর্ট।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) পরিবার। সোমবার র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিটি প্রশাসন ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ রেডিওতে শুনেছিলাম। পাকিস্তানি শোষক গোষ্ঠী আমাদেরকে যেভাবে শোষণ করছিল ঐ সময়ে বঙ্গবন্ধু বলেছিল, আমাদেরকে দাবায়ে রাখতে পারবানা। সেই ৭ মার্চের ভাষণ আমাদের গাইডলাইন হিসেবে কাজ করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সীমিত সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। তাঁর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এতো ষড়যন্ত্রের পরেও তিনি বলেছেন, কেউ আমাদের থামায়ে রাখতে পারবা না। বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান প্রমুখ। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।