কুবি শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন 

কুবি  প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী  নূর উদ্দীন হোসাইনকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মূল ফটক বন্ধ এবং বিআরটিসি বাস অবরোধ করে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, আমরা  বেসরকারি টেলিভিশনের গাড়ি ভাংচুরের ঘটনায় নূর উদ্দিন হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই। আজকের এই ঘটনার পিছনে রয়েছে প্রশাসনের ব্যর্থতা। তাই আমরা  বিষয়টি অতিদ্রুত  সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের জোর দাবি জানাই।
এ সময় বক্তারা আরও বলেন, নূর উদ্দিনের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন জোরালো করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন রাত ৯ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে ৭১ টেলিভিশনের  গাড়ি ভাংচুরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থী  নূর উদ্দিন হোসাইনকে জড়িত থাকার অভিযোগে  সাময়িকভাবে বহিষ্কার করা হয়।