কুমিল্লায় এক মঞ্চে তিনদলের নেতাদের সম্প্রীতির আহবান

 প্রতিনিধি ।
কুমিল্লায় এক মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা অনুশীলনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতারা। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কুমিল্লার কর্মপরিকল্পনা সভায় তারা এই আহবান জানান। বুধবার নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক মহিলা আওয়ামী লীগ কুমিল্লার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চলের প্রোগাম অফিসার মাসুদুর রহমান। এতে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল-আমিন সাদী, সাবেক এমপি অধ্যক্ষ রওশন আরা মান্নান,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান দোলন প্রমুখ।
কর্মপরিকল্পনা সভার ২য় পর্বে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতারা একসাথে ইফতারে যোগ দেন।
উল্লেখ্য- এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম। যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীদের নিয়ে গঠিত। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় দলগুলোর পলিটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনারদের সমন্বয়ে এমএএফ কুমিল্লা ইউনিট পরিচালিত হচ্ছে।

inside post
আরো পড়ুন