কুমিল্লায় দুর্নীতির বিরুদ্ধে তরুণদের শপথ

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে তরুণরা। বুধবার নগরীর ফানটাউন হল রুমে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন তারা। এতে অতিথিরা বলেন, সচেতন মানুষ মাত্রই দুর্নীতিবিরোধী। দুর্নীতি উন্নয়ন ও গণতন্ত্রের জন্য বাঁধা। উন্নত দেশ গড়তে দুর্নীতিকে না বলতে হবে।


এতে অংশ নেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের( টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) ১০জন সদস্য, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট- ইয়েস গ্রুপের ২৮জন ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ -এসিজি’র ৪০ জন সদস্য।
টিআইবির স্বেচ্ছাসেবী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি রোকেয়া বেগম শেফালী, সনাকের কার্যক্রম চিত্র তুলে ধরেন এরিয়া কোঅর্ডিনেটর প্রবীর কুমার দত্ত, টিআইবি ও
দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে আলোকপাত করেন কোঅর্ডিনেটর- কাজী শফিকুর রহমান, দুর্নীতি বিরোধী আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তোরণে করণীয় বিষয়ে আলোচনা করেন ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. জসিস উদ্দীন, মুক্ত আলোচনা পর্বের সঞ্চালনা করেন সনাক সদস্য ও ইয়েস উপ কমিটির আহ্বায়ক বদরুল হুদা জেনু।
অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে শপথ বাক্য পাঠ করার সনাক সদস্য শাহ মোহাম্মদ আলমগীর খান।